গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বখতিয়ার হামিদ তরুনদের নিয়ে গড়ে তুলেছেন সেবামূলক প্রতিষ্ঠান 'কেয়ার ফর আনক্লেমইড বিস্ট কাব' অসুস্থ ও বন্য প্রানিদের জন্য গড়ে তুলেছেন হাসপাতাল। যার ফলশ্রুতিতে প্রথম আলো সম্মাননা ২০১৯ পুরষ্কার পান।
সারাদেশে মোট ১০ জনকে স্বেচ্ছাসেবী সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। যার মধ্য চুয়াডাঙ্গা থেকেই দুইজন এই পুরষ্কার লাভ করে চুয়াডাঙ্গার জন্য সম্মান বয়ে নিয়ে আসেন।এর পরিপ্রেক্ষিতে 'আমাদের চুয়াডাঙ্গা'র পক্ষ থেকে সহকারি শিক্ষক বখতিয়ার হামিদ ও কৃষি কর্মকতা তালহা জুবাইর মাসরুর কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আমাদের চুয়াডাঙ্গার পক্ষ থেকে শুভেচ্ছা জানান জহির আহমেদ, সাকিব আল বাশার, সাইদুর রহমান মিল্টন, রাজন সহ প্রমুখ।
শুভকামনা
উত্তর দিনমুছুন